যেতে পারি কিন্তু কেন যাব?
শক্তি চট্টোপাধ্যায়
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।
এতো কালো মেখেছি দু হাতে
এতোকাল ধরে!
কখনো তোমার ক’রে, তোমাকে ভাবিনি।
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে : আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে : আয় আয়
যেতে পারি
যে-কোন দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাবো?
সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো
যাবো
কিন্তু, এখনি যাবো না
একাকী যাবো না অসময়ে।।
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
(My translation)
Can Leave but why?
Thinking, better turn around.
Have smeared my both hands with so much darkness
All these years
Never thought of you, as you are.
Now, as I stop by the gorge,
Beckons the moon: come over, come on over
Sleepy as I stop by the Ganges
The Funeral pyre calls: come, come over
Can leave
Can go in any direction
But, why should I?
I shall plant a kiss on my child’s lips, one last kiss
Will leave, just not yet,
Not in an odd time alone.
Will bring you along when I do.