তিনটি ব্যঙ্গ কবিতা

Arindam Basu
1 min readJan 25, 2024

||১||

রাম মেলা লোকারণ্য মহা ধুমধাম
ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম
রাম ভাবে আমি দেব, পথ ভাবে আমি
মোদি ভাবে আমি দেব, হাসে আম্বানী

||২||

চিত্ত যেথা ভয়পূর্ণ লুচ্চা যেথা বীর,
জ্ঞান যেথা শুষ্ক যেথা কারার প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
পেয়াদারা ভাবিতেছে আজ কাকে ধরি
যেথা কটুবাক্য নির্দয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
গোটা দেশে দিকে দিকে গুণ্ডাগণ ধায়
অজস্র সহস্রবিধ চাটুকারিতায়
যেথা উচ্চবিত্তের ধনরাশি রাশি
বিচারের পথটিকে পুরোটাই গ্রাসি,
পৌরুষের সে কি স্পর্ধা, নিত্য যেথা
উনিজিই সর্ব কর্ম চিন্তনের নেতা,
নিজহস্তে নির্দয় আঘাত করি, বস
ভারতেরে সেই নরকে কোর না কো টস

||৩||

(সুকুমার রায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে)
কেউ কি জান সদাই কেন জম্বুদীপের প্রজা
টিভির ফ্রেমে তারিয়ে দেখে রামরাজ্যের ধ্বজা?
তেনার মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা?
গণতন্ত্রে পেরেক ঠোকেন কেন ওনার দাদা?
কেন সেথায় কোভিড হলে চিল্লিয়ে লোক মরে?
জোছনা রাতে সবাই কেন থালা বাজায় জোরে ?
ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মগজটিরে?
টাকের পরে পণ্ডিতেরা ভক্ত টিকিট মারে!
রাত্রে কেন মোবাইলটা ডুবিয়ে রাখে ঘিয়ে?
কেন ওনার বিছনা পাতে গেরুয়া কাপড় দিয়ে?
সভায় কেন চেঁচান উনি ‘জ্যায় জ্যায় রাম’ বলে ?
সান্ত্রী কেন কলসি বাজায় বসে ওনার কোলে ?
কেন সেথায় নিত্য হাঁকে রাষ্ট্রবাদের নিশি ?
রাজ্য নিয়ে ক্রিকেট খেলে কেন মোদের পিসি?
মিডিয়া খুড়াে নাচেন কেন হুঁকোর মালা পরে?
এমন কেন ঘটছে তা কেউ বলতে পারাে মােরে?

--

--

Arindam Basu

I am a Medical Doctor and an Associate Professor of Epidemiology and Environmental Health at the University of Canterbury. Founder of TwinMe,